ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা

বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ড। রোববার (১৪ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল এবারের ৬৩তম আসর। এবারের আসরে ইতিহাস সৃষ্টি করেছেন বিয়ন্সে নৌলস। গায়িকা অ্যালিসন ক্রাউসের রেকর্ড ভেঙে তার দখলে এখন ২৮টি গ্র্যামি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেভর নোয়াহ।


গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকা:


রেকর্ড অব দি ইয়ার: এভরিথিং আই ওয়ান্টেড (বিলি এইলিশ)।

অ্যালবাম অব দি ইয়ার: ফোকলোর (টেলর সুইফট)।

সং অব দি ইয়ার: আই কান্ট ব্রিদ (এইচ.ই.আর)

বেস্ট নিউ আর্টিস্ট: মেগান দি স্ট্যালিয়ন।

সেরা পপ একক পারফরম্যান্স: ওয়াটারমেলন সুগার (হ্যারি স্টাইলস)।

সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স: রেইন অন মি (লেডি গাগা উইথ আরিয়ানা গ্র্যান্ডে)।

সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: আমেরিকান স্ট্যান্ডার্ড (জেমস টেলর)

সেরা পপ ভোকাল অ্যালবাম: ফিউচার নস্টালজিয়া (দুয়া লিপা)।

সেরা রক পারফরম্যান্স: শামেইকা (ফিয়োনা অ্যাপল)।

সেরা মেটাল পারফরম্যান্স: বাম রাস (বডি কাউন্ট)।

সেরা রক গান: স্টে হাই (ব্রিটনি হাওয়ার্ড)

সেরা রক অ্যালবাম: দ্য নিউ অ্যাবনরমাল।

সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স: ব্ল্যাক প্যারেড (বিয়ন্সে)

সেরা আরঅ্যান্ডবি সং: বেটার দ্যান আই ইমানজিন।

সেরা র‌্যাপ সং: স্যাভেজ।

সেরা র‌্যাপ অ্যালবাম: কিংস ডিজিস।

ads

Our Facebook Page